
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরগুনায় পালিত হলো দিনব্যাপী নানা কর্মসূচি। মঙ্গলবার (১৯আগস্ট) সকালে ও বিকেলে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে জেলা স্বেচ্ছাসেবক দল।
দিনব্যাপী কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা অংশ নেন। হাতে ঝাড়ু, ঝুড়ি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে তারা বরগুনা জেলা সদর হাসপাতাল এলাকার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এছাড়া নালা-ড্রেন থেকে ময়লা-আবর্জনা সরিয়ে জনসচেতনতামূলক সেবা দিতে থাকেন।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা বিভিন্ন সদর হাসপাতালে পরিষ্কার অভিযানসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী ডাস্টবিন স্থাপন সহ বৃক্ষরোপণ করে। এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। এবং বিকেলে তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ মিছিল করেন। “পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি কমে যায়। তাই সবাইকে ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলার অনুরোধ করেন।”
পরিচ্ছন্নতা অভিযান অংশ নেয়া বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল বলেন, “স্বেচ্ছাসেবক দলের মূল শক্তি হচ্ছে জনসেবা। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমেই তারা জনগণের পাশে দাঁড়াতে চায়। প্রতিষ্ঠা বার্ষিকীকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে পরিচ্ছন্নতা অভিযানের মতো কার্যক্রম হাতে নিয়েছেন তারা। বরগুনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাদের এই উদ্দেশ্যকে সাধুবাদ জানাই।
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগঠক সাগর জোমাদ্দার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুরু করা এ কর্মসূচি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে জনসচেতনতা বাড়ানো হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, “একটি সুস্থ ও বাসযোগ্য সমাজ গড়তে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। প্রত্যেক পরিবার ও প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্বে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমরা চাই তরুণ প্রজন্ম সমাজের কল্যাণে এগিয়ে আসুক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর