
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (বর্তমানে দায়িত্বে নেই ও শরীরচর্চা শিক্ষা দপ্তরে সংযুক্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর নিয়মিত অফিসে আসেন না বলে অভিযোগ উঠেছে। হুমায়ুন কবীরের অফিসে না আসার বিষয়টি নিশ্চিত করেছেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জিয়া উদ্দিন মন্ডল।
ঘটনার তদন্তে মঙ্গলবার(১৯ আগস্ট) দুপুরে শরীরচর্চা শিক্ষা দপ্তরে গেলে হুমায়ুন কবীরকে অফিসে পাওয়া যায় নি। অফিসে নিয়মিত না আসার বিষয়টি নিয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “উনি নিয়মিত আমার দপ্তরে আসেন না, তবে শুনেছি ক্যাম্পাসেই থাকেন। ’’
বিষয়টি প্রশাসনকে অবগত করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আমার কাছে কিছু জানতে চায়নি। জানতে চাইলে আমি তখন জানাবো।’’
এ বিষয়ে জানতে অভিযুক্ত ভিসি ড. মো. হুমায়ুন কবীরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এখনো ঐ দপ্তর থেকে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
উল্লেখ্য, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরে সংযুক্ত করা হয় কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে। ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গভীর রাতে আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে হুমায়ুন কবীরের বিরুদ্ধে। হুমায়ুন কবীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বাঁধা প্রদানের এক মামলায় ৬ নম্বর আসামি। সেই মামলায় উল্লেখ করা হয়েছে তিনি বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এবং নিষিদ্ধ ছাত্রলীগের অর্থদাতা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর