
রৌমারী উপজেলার চাক্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পল্লি চিকিৎসক আমিনুল ইসলামকে হাটে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক বুলবুল। রৌমারী হাটের পানবাজারে এই ঘটনা ঘটে। আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নির্যাতিত আমিনুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন সজিব রৌমারী থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাক্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক বুলবুলের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে – অবৈধভাবে বিভিন্ন জাতের ২৫টি গাছ কেটে বিক্রি, কাজ না করে স্লিপ ও ক্ষুদ্র মেরামত প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ভোটকেন্দ্র মেরামতের ৫০ হাজার টাকা আত্মসাৎ। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে তদন্ত কমিটি গঠন করা হয় এবং অনিয়মের সত্যতা পাওয়ায় প্রশাসন তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।
ঘটনার দিন পল্লি চিকিৎসক আমিনুল ইসলাম সোমবার রৌমারী হাটে তিনটি গরু বিক্রি করে বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ওষুধের দোকানের জন্য ওষুধ কিনতে যাচ্ছিলেন। পানবাজারে নিজের বাড়ির সামনে প্রধান শিক্ষক আবু জাফর তার পথ আটকান। তিনি আমিনুল ইসলামকে বলেন, "তোর জন্য আমি চাকরি থেকে বরখাস্ত হয়েছি। সেই সাথে আমার সম্মানহানি হয়েছে এবং আমার চাকরি ফিরে পেতে ২ লাখ টাকা খরচ হয়েছে। আজ আমার ২ লাখ টাকা দিয়ে যাবি।" টাকা দিতে অস্বীকৃতি জানালে আবু জাফর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ কিল, ঘুষি ও লাথি মারেন। এতে আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনার খবর পেয়ে আমিনুল ইসলামের পুত্র আব্দুল্লাহ আল মামুন দ্রুত হাসপাতালে আসেন এবং রৌমারী থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক বুলবুল বলেন, সাবেক সভাপতির সাথে একটু কথা কাটাকাটি হয়েছে মাত্র। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। রৌমারী থানার দায়িত্বে থাকা ওসি (ভারপ্রাপ্ত) এসআই শাহনেওয়াজ জানান, অভিযোগ পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর