
সরিষাবাড়ী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারা অব্যাহত রেখে তারেক রহমানই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। বুধবার (২০ আগস্ট) বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত শোকর্যালি, শ্রদ্ধা নিবেদন ও দোয়ার শেষে আয়োজিত অনুষ্ঠানে আব্দুস সালাম পিন্টু বলেন, দেশকে দাবিয়ে রাখার যে চক্রান্ত চলছে, তা প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
তিনি আরও বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার একজন সৎ ও নিষ্ঠাবান নেতা ছিলেন। তিনি দেশ, জাতি, জনগণের এবং সরিষাবাড়ীর উন্নয়নের জন্য সবসময় চিন্তা করেছেন। এ সময় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম, একমাত্র কন্যা সালিমা খাতুন আরুণি, জামাতা বিশিষ্ট ব্যবসায়ী এম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তালুকদারবাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাতে শরিক হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২০ আগস্ট গুরুতর অসুস্থ আব্দুস সালাম তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর