ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অপচিকিৎসায় এক যুবতীর মৃত্যুর অভিযোগে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক সুনীল কুমার সরকারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ি গ্রামের বাসিন্দা রমেন চন্দ্র দাসের মেয়ে রীতা রানী দাস গত ১৭ আগস্ট রাতে বিষপান করে। পরে পরিবারের লোকজন তার চিকিৎসা নিতে পার্শ্ববর্তী আছিম বাজারে সুনীল কুমার সরকারের প্রত্যাশা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সুনীল কুমার সরকারের তত্ত্বাবধানে সেখানে দুদিন পর্যন্ত ওই যুবতীর চিকিৎসা চলে। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন অভিযুক্ত চিকিৎসক। পরে পথিমধ্যেই ওই রোগীর মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
নিহতের পরিবার জানায়, সম্ভবত মেয়েটির হরমোনের সমস্যা ছিল, তাই ছেলেদের পোশাক পরতো, মেয়েদের পোশাক পরতে চাইতো না। কোনো প্রকার অভিমান ছাড়াই সে বিষ পান করে। চিকিৎসার গাফিলতির কারণেই ওই যুবতীর মৃত্যু হয়েছে বলে স্বজনদের দাবি। এ ঘটনার বিচার দাবি করেছেন তারা।
ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে তার প্রত্যাশা মেডিকেল সেন্টারে বিষ পান করা রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেন। এর আগে মাঝেমধ্যেই এমন অঘটন ঘটালেও তা স্থানীয়ভাবে নিষ্পত্তি করেন বলেও পুলিশ জানায়।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসানুল হোসেন জানান, বিষ পান করা রোগীকে কোনোক্রমে বাসায় রেখে চিকিৎসা দেওয়া উচিত নয়।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, নিহতের পরিবারের মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে আজ আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর