
‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বুধবার (২০ আগস্ট) ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়, শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন বিচারক ক্যাপ্রিও। সেখানে আরও বলা হয়, তিনি তার দয়া, নম্রতা ও মানবকল্যাণে বিশ্বাসের জন্য সর্বজনপ্রিয় ছিলেন। আদালত কক্ষে ও ব্যক্তিজীবনে তার রসবোধ, ব্যক্তিত্ব ও মমতা লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে।
ইনস্টাগ্রামে তাকে স্মরণ করে বলা হয়, ফ্রাঙ্ক ক্যাপ্রিও কেবল একজন সম্মানিত বিচারকই নন, তিনি ছিলেন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ ও বন্ধু। তার উত্তরাধিকার হিসেবে থেকে যাবে তার কাজ ও মানবিকতার দৃষ্টান্ত।
১৯৩৬ সালের ২৩ নভেম্বর রোড আইল্যান্ডের প্রভিডেন্সে জন্ম নেন ক্যাপ্রিও। ১৯৮৫ সালে রোড আইল্যান্ডে পৌর আদালতের বিচারক হিসেবে নিয়োগ পান। টেলিভিশন শো কট ইন প্রভিডেন্স–এর মাধ্যমে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। শোটির জন্য এমি অ্যাওয়ার্ডসেও মনোনীত হয়েছিলেন তিনি।
২০২৩ সালের ডিসেম্বরে তার অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়ে। তখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে নিজের শারীরিক অবস্থা জানাতেন এবং সুস্থতার জন্য প্রার্থনা চাইতেন। মৃত্যুর আগের দিনও এক ভিডিও বার্তায় সবাইকে তার জন্য দোয়া করতে অনুরোধ করেছিলেন এই ‘দয়ালু বিচারক’।
রার/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর