
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী সপ্তাহের রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব ছাড়া সবাই উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, "কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।"
ইসি কর্মকর্তারা জানান, কর্মপরিকল্পনা হলো সংসদ নির্বাচনের আগে থেকে ভোট গ্রহণ পর্যন্ত যাবতীয় কাজের একটি টাইমলাইন। যেখানে সকল কার্যক্রমের একটি সময়সীমা নির্ধারণ করা হয়ে থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর