
স্বেচ্ছায় রক্ত দিয়ে মানবতার ফেরিওয়ালা হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কাউন্সিলের আয়োজনে বৃহস্পতিবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি।
ফয়সল আলিম বলেন, আজকের ছাত্র কাউন্সিলের সদস্যরা আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রব বুলু, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক এবং বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, বড় মানিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী প্রমুখ। উক্ত এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর