
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মৎস্য দিবসে এক ব্যতিক্রমী আয়োজন করেছে উপজেলা মৎস্য কর্তৃপক্ষ। দিনটিকে ঘিরে সচেতনতামূলক আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির পাশাপাশি পুকুরে হাঁস ছেড়ে দিয়ে তা সাঁতার কেটে ধরার প্রতিযোগিতার আয়োজন করায় দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) নাগেশ্বরী উপজেলা পরিষদ পুকুরে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অভিনব এই প্রতিযোগিতায় আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন স্থানীয় মৎস্যজীবীরা। তাঁরা প্রতিযোগিতার পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে একে একে হাঁস ধরার চেষ্টা করেন। পুরো আয়োজনেই ছিল উত্তেজনা আর হাস্যরসে ভরপুর। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ছাড়াও শত শত দর্শক উপস্থিত ছিলেন।
দিনটিকে ঘিরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, মৎস্য সপ্তাহকে ঘিরে আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চেয়েছি। এ ধরনের ভিন্নধর্মী আয়োজন সবাইকে আনন্দ দেওয়ার পাশাপাশি মাছ চাষে উৎসাহিত করবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর