
জামালপুরের সরিষাবাড়ীতে ইব্রাহিম হোসেন সঞ্চয় (১৫) নামে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুটুরিয়া এলাকার তৈয়ব আলীর পুত্র ইব্রাহিম হোসেন সঞ্চয় শাহিন স্কুলের মেধাবী শিক্ষার্থী। সে অটোভ্যান দিয়ে বাড়ি ফেরার সময় করবাড়ী মোড় এলাকার মোর্শেদের দোকানের সামনে পৌঁছালে কাঠবোঝাই পিকআপ ভ্যান ধাক্কা দেয়।
এ সময় অটোভ্যানে থাকা সঞ্চয় কাঠের আঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর