
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন তিনি।
ঘোষিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে উমামা ফাতেমা নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এছাড়াও, সাধারণ সম্পাদক (জিএস) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভুঁইয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহেদ আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এছাড়া প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নুমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মমিনুল ইসলাম (বিধান), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নাফিজ বাশার আলিফ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সুমী চাকমা, সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অনিদ হাসান এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস ইমনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এছাড়াও অন্যান্য পদগুলোর মধ্যে ক্রীড়া সম্পাদক পদে মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক পদে তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইসরাত জাহান নিঝুম এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান নিসুকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্যানেলে সদস্য পদে নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান সানিকে প্রার্থীতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন, কিন্তু স্বৈরাচারী হাসিনার লাঠিয়াল ছাত্রলীগের একছত্র ত্রাসের কারণে সেখানেও শিক্ষার্থীদের আকাঙ্খা সঠিকভাবে প্রতিফলিত হয়নি। ২০২৪ সালে জ্বলাই-আগষ্টের গণবিপ্লবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর একটি নতুন বাংলাদেশ বিনির্মার্ণের সোনালী সুযোগ সামনে আসে। তারই প্রেক্ষিতে দেরিতে হলেও আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসু নির্বাচন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর