
নাটোরের বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর বাজারে এক ব্যবসায়ীর দোকানে হামলা, চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলায় আরও সাত-আটজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলার বাদী কালিকাপুর গ্রামের আবদুস সালাম (৫২)।
মামলার নথি থেকে জানা যায়, আবদুস সালাম দীর্ঘদিন ধরে কালিকাপুর বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছেন। তাঁর অভিযোগ, গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর দোকানে প্রবেশ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাঁকে মারধর করা হয় এবং ক্যাশবাক্স থেকে ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় দোকানের আসবাবপত্র ভাঙচুর করে অন্তত ২০ হাজার টাকার ক্ষতি করা হয়। এছাড়া বাদী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
বাদীর দাবি অনুযায়ী, মামলার ১ নম্বর আসামি মেহেদী হাসান তুষার (২৮) বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অন্যান্য আসামিদের নামও মামলার নথিতে উল্লেখ আছে। ঘটনার পর আহত অবস্থায় আবদুস সালাম নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে সোমবার (১৮ আগস্ট) তিনি বাগাতিপাড়া আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির একাধিক ধারায় নথিভুক্ত হয়েছে।
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুষার বলেন, "আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।"
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় নেতাদের বিরুদ্ধে বারবার চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ স্থানীয় সমাজে উদ্বেগের জন্ম দিচ্ছে। সংগঠনের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে। অভিযোগ প্রমাণিত হলে এ ধরনের কর্মকাণ্ড ছাত্র রাজনীতিকে আরও বিতর্কিত অবস্থায় ফেলবে বলে মনে করছেন অনেকেই।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর