ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতীলেইট আদিবাসী পল্লীতে পাকা রাস্তার দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সিসিডিবি -সিপিআরপি’র সহযোগিতায় মানববন্ধনের আয়োজন করে উপজেলা নেটওয়ার্ক। পরে বৃষ্টি উপেক্ষা করে দুর্দশাগ্রস্ত কাচা রাস্তায় দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন আদিবাসীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা জন গুরুত্বপূর্ণ এ গ্রামীণ রাস্তার আনন্দ নিকেতন চৌরাস্তা থেকে দর্গাচালা খ্রীষ্টরাজা ধর্মপল্লী পর্যন্ত পাকাকরণের দাবি জানান। এতে আদিবাসীদের এ দাবির সঙ্গে একাত্মতা পোষন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ। পরে আদিবাসী নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
কাচা রাস্তার নাজুক দশা থেকে মুক্তি পেতে পাকাকরণের এ গণ দাবীর সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী (মুক্তা), সিসিডিবি-সিপিআরপি’র এরিয়া ম্যানেজার পিটার সরকার, ইউপি সদস্য মো. আব্দুল বারেক, সিরাজুল ইসলাম, আদিবাসী নেতা লিউস প্রমূখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর