নবীগঞ্জে কুখ্যাত মাদক সম্রাট মন্নান সেনাবাহিনীর অভিযানকালে তার সহযোগী মাদক ব্যবসায়ীদের গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় সেনাবাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক না পেলেও তার ঘর থেকে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পলাতক মন্নানের ছত্রচ্ছায়ায় আউশকান্দি ও দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন সিন্ডিকেট মাদক ব্যবসায়ীদের নিকট সেনাবাহিনীর অভিযানের কথা প্রকাশ পেলে সবাই সজাগ হয়ে বাড়ির গেট খোলার পূর্বেই কৌশলে মাদকদ্রব্য গোপনে সরিয়ে ফেলে। এতে রাতের অভিযানে মন্নানের বাড়িতে বিপুল পরিমাণের মাদক উধাও হয়ে যায়। এ সময় মন্নানের সহযোগী মাদক ব্যবসার সঙ্গে জড়িত তার স্ত্রী রুবিনা বেগম (৪৫) ও তার মেয়ে রুবেনা বেগম (২২)। এরা উভয়েই বিভিন্ন প্রতিষ্ঠানে ও পরিবারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে। এমনকি মন্নানকে ইয়াবা ও গাঁজাসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, পুলিশ কয়েকবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন। বর্তমানেও তারই সিন্ডিকেটে নবীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প)-এর মেজর কাজী ফয়সাল-এর নেতৃত্বে গত মঙ্গলবার রাত ১১টা থেকে শেষ রাত পর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তার এলাকাবাসী অভিযোগ করে বলছেন যে, সেনাবাহিনীর এ অভিযানের কারণে সে এলাকার কিছু লোকজনকে সন্দেহ করে তাদেরকে উচিত শিক্ষা দেবে বলে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। বর্তমানে বেপরোয়া হয়ে উঠেছে মন্নান বাহিনী। এলাকার প্রতিবাদী নিরীহ লোকজনকে মাদক দিয়েই ফাঁসিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর