
২০০৪ সালের ২২ আগস্ট খাগড়াছড়ির মানিকছড়িতে উদীয়মান সাংবাদিক মো. কামাল হোসেনকে (৩২) নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। আজ ২২ আগস্ট তাঁর ২১তম মৃত্যুবার্ষিকী। হত্যাকাণ্ডের ২১ বছর পরও একমাত্র সন্তান, স্ত্রী, ভাই-বোনসহ আত্মীয়-স্বজনের মনে সেই প্রিয় মানুষকে হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছে।
জানা গেছে, মানিকছড়ি উপজেলার উদীয়মান সাংবাদিক মো. কামাল হোসেন দৈনিক আজকের কাগজ ও বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে তাঁর ৩২ বছরের জীবনে কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। বরং সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছেন। তাঁর এমন আদর্শিক কর্মকাণ্ডের ফলে সাংবাদিক মহলে ও রাজনৈতিক অঙ্গনের সবার মাঝে নিজেকে ন্যায়নিষ্ঠ ও প্রতিবাদী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
২০০৪ সালের ২১ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩টার দিকে (২২ আগস্ট) উপজেলার তিনটহরী এলাকার নিজ বাড়ি থেকে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির অদূরে কচুক্ষেতে নির্মমভাবে জবাই করে তাঁর মৃত্যু নিশ্চিত করে নিথর দেহ রেখে যায়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পরের দিন সারাদেশে সাংবাদিক মহলে নিন্দার ঝড় ওঠে। পরে পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ ঘটনায় সন্ত্রাসীদের সম্পৃক্ততা পেলেও সাক্ষীর অভাবে আটককৃতরা প্রথমে জামিনে ও পরে ধীরে ধীরে অব্যাহতি পান। তাঁকে হারানোর বেদনা ভুলতে পারেনি পরিবারের স্বজনরা। এখন সে সময়ের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা মনে পড়লেই অঝোরে কাঁদছেন আত্মীয়-স্বজনরা।
আজ তাঁর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর