
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে পুলিশ পরিবারের সৌজন্যে দবিরগঞ্জ প্রগতি সংঘের উদ্যোগে সুবর্ণ জয়ন্তী ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব খান সাঈদ হাসান জ্যোতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খ. ম. তৌহিদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনালে এক রোমাঞ্চকর লড়াইয়ে সবুজ সংঘ একাদশ ১-০ গোলে শাহজাদপুর ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে ৬০ হাজার টাকা এবং রানারআপ দলের হাতে ৪০ হাজার টাকার পুরস্কার তুলে দেন অতিথিরা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর