
গাজা সিটিতে ইসরায়েলের টানা বিমান হামলায় শুক্রবার অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। জাতিসংঘ সমর্থিত আইপিসি (Integrated Food Security Phase Classification) সতর্ক করেছে যে গাজা সিটির অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ মারাত্মক দুর্ভিক্ষের মুখে পড়েছে, যা সম্পূর্ণভাবে মানবসৃষ্ট ও প্রতিরোধযোগ্য। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। জাতিসংঘ এটিকে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে, এই পরিস্থিতি আন্তর্জাতিক আইনের সম্ভাব্য লঙ্ঘন ও যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেটানিয়াহু ও তার নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী শহর দখল, হামাসকে সামরিকভাবে পরাজিত করা এবং বন্দিদের মুক্ত করা মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। এর অংশ হিসেবে ৬০ হাজার রিজার্ভিস্ট সৈন্য মোতায়েন করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ ও বন্দি মুক্তির শর্ত না মানে তবে গাজা শহর ধ্বংস হয়ে যাবে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে ৬২ হাজারেরও বেশি মানুষ, যাদের অর্ধেকই নারী ও শিশু। চলমান হামলা ও অবরোধের ফলে খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মারাত্মক সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় একে শান্তির পথে বড় বাঁধা এবং মানবিক বিপর্যয় হিসেবে দেখছে।
সর্বশেষ খবর