
বগুড়ার শেরপুরে আব্দুল মোনায়েম কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ লাইনের অরক্ষিত তারে জড়িয়ে লিপি খাতুন (৪০) নামের একজন নিহত হয়েছেন। নিহত লিপি খাতুন ভবানীপুর ইউনিয়নের ইতালি পূর্বপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। শনিবার দুপুর ১২টার দিকে ঘোগা বটতলা (ছোনকা) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল মোনায়েম লিমিটেড নামের কনস্ট্রাকশন কোম্পানির উত্তর পাশে বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় ডোবায় পড়েছিল। বৃষ্টির পানি জমে সেই ডোবাটি সম্পূর্ণ বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুর ১২টার দিকে লিপি খাতুন ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে ডোবার পাশে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মিন্টু এবং আব্দুল মোনায়েম কোম্পানির দৈনিক মজুরিভুক্ত শ্রমিক রাসেল বলেন, তাঁরা দেখতে পান আব্দুল মোনায়েম কোম্পানির উত্তর পাশে অনেক লোক জমেছে। সেখানে গিয়ে তাঁরা দেখেন লিপি খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। তখন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লিপি খাতুন একসময় এই কোম্পানিতে দৈনিক মজুরিভুক্ত শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সর্বশেষ খবর