
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন মানবিক সহায়তা নিতে আসা সাধারণ মানুষ বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।
অপরদিকে অনাহারে আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অপুষ্টি ও ক্ষুধাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।
রোববার (২৪ আগস্ট) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আরও ভেতরে প্রবেশ করছে। শহরটি দখল ও স্থানীয় প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। আল জাজিরা অ্যারাবিকের ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করেছে।
সাবরার পাশের জায়তুন পাড়া গত এক সপ্তাহ ধরে বারবার হামলার শিকার হচ্ছে। গাজার আল-আহলি হাসপাতালের সূত্র জানায়, সর্বশেষ বিমান হামলায় ওই এলাকায় এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হন, যাদের মধ্যে ছয়জন শিশু।
এছাড়া দিনজুড়ে মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২২ জন প্রাণ হারান। এর মধ্যে খান ইউনিসের দক্ষিণ-পূর্বে একটি বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন নিহত হন। নেটজারিম করিডরের কাছেও সহায়তা নিতে গিয়ে আরেকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এক বিবৃতিতে বলেন, “ক্ষুধা নিঃশব্দে বেসামরিক মানুষের জীবন কেড়ে নিচ্ছে, শিশুদের বেঁচে থাকার অধিকার হরণ করছে এবং প্রতিদিন তাবু ও হাসপাতালগুলোকে ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।”
এর আগে শুক্রবার জাতিসংঘ গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে এই প্রথম এমন ঘোষণা এলো। জাতিসংঘ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রায় পাঁচ লাখ মানুষ বর্তমানে ভয়াবহ খাদ্যসংকটে ভুগছেন।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর