
শিক্ষার্থীদের ক্রসফায়ারের চেষ্টা, জঙ্গি নাটকে হয়রানি ও নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং আওয়ামীপন্থি শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিচার ও বহিষ্কার দাবি করেছে শাখা ছাত্রশিবির।
এ দাবিতে রোববার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক আল আমিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আওয়ামী শাসনামলে সাবেক প্রক্টর অধ্যাপক মাহবুব শিক্ষকের পরিচয়ে ছিলেন না। বরং তিনি পর্দা করায় নারী শিক্ষার্থীকে জঙ্গি সাজিয়ে হয়রানি, পরীক্ষার হল থেকে শিক্ষার্থীকে ধরে জঙ্গি বানিয়ে পুলিশে দেওয়া, মক্তব বন্ধ করে ইসলামী শিক্ষা ধ্বংসের চেষ্টা, কক্ষে পিস্তল রেখে মামলা দেওয়া এবং শিক্ষার্থীদের তুলে নিয়ে চোখে কালো কাপড় বেঁধে তিন দিন বেঁধে রেখে ক্রসফায়ারের চেষ্টা করেছেন। এমনকি তিনি বাদী হয়ে ৭০জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছিলেন, যা এখনো নিষ্পত্তি হয়নি।
এক বছর পার হলেও এখনো তাকে আইনের আওতায় আনা হয়নি। বরং এই সকল শিক্ষকদের সাথে প্রশাসনের গলায় গলায় খাতির। এদিকে জুলাই আন্দোলনের বিরোধিতা করা শিক্ষকদের তালিকায় প্রকৃত রাঘববোয়ালদের নাম নেই। আমরা এই সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে দেখতে চাই না। এছাড়া তিনি দ্রুত ইকসু গঠন, সাজিদ হত্যাকাণ্ডের বিচার, বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশন ও শতভাগ আবাসনের ব্যবস্থা করার দাবি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর