
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে তথ্য বিভ্রান্তি থাকাতে ত্রুটিপূর্ণ বলে ৪৭ প্রার্থীর প্রার্থিতা স্থগিত করা হয়। স্থগিতের পরে প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জন আপিল করে। আপিলের প্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পাচ্ছেন না।
রোববার (২৪ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, আমরা তথ্য বিভ্রান্তির কারণের কিছু সংখ্যক প্রার্থীর প্রার্থিতা স্থগিত রেখেছিলাম। পরবর্তীতে আপিল করার সময় দেওয়া হলে, ৩৪ জন আপিল করলে সেগুলো আপিল নিষ্পত্তি বোর্ডে পাঠিয়ে দিই। আমরা আন-অফিশিয়ালি জানতে পেরেছে আপিলকারীদের পক্ষে রায় হয়েছে। আশা করছি, শিগগিরই তা অফিশিয়ালি ঘোষণা করা হবে।
এদিকে স্বতন্ত্র ভিপি (সহসভাপতি) পদপ্রার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. জুলিয়াস সিজার তালুকদার এবং নিষিদ্ধ ছাত্রলীগের আরেক নেতা বায়েজিদ বোস্তামীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হয়েছে।
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিলকৃত প্রার্থীদের আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগসমূহ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্রাইব্যুনাল কমিটির সুপারিশে বলা হয়েছে, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলিয়াস সিজার তালুকদারে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে।ফলশ্রুতিতে মো. জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীর প্রার্থিতাও বাতিল করার জন্য সুপারিশ করা হলো।
সুপারিশে আরও বলা হয়, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান জিলানী ও মো. খায়রুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থী কর্তৃক আনিত অভিযোগে যথাযথ প্রমাণাদি না থাকায় এবং অভিযোগপত্রে অভিযোগকারীর স্বাক্ষর না থাকায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, এটি উচ্চতর কমিটি। এই কমিটির সুপারিশ আমরা মানতে বাধ্য। ফলে পূর্ণ কমিশন বসে এই দুজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর