
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মাদ আব্দুর রহীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে অনেক শাসন দেখা হয়েছে, কিন্তু এই ৫৪ বছরে একজন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে দেখাতে পারেনি। যারাই ক্ষমতার মসনদে বসেছে, তারাই চুরি, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আলেমদেরকে নির্যাতন করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে তুলেছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজির রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না।
তিনি বলেন, এদেশের মানুষ বহু স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলো। তাদের স্বপ্ন ছিল, এদেশের প্রত্যেকটি নাগরিকের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, এদেশে যারাই ক্ষমতায় এসেছে, তারাই মানুষের গলায় টুটি চেপে ধরেছে এবং মানুষের সকল অধিকার হরণ করেছে।
মাওলানা গাজী মোহাম্মাদ আব্দুর রহীম আরও বলেন, এদেশের মানুষ এখন ইসলামী সরকার দেখতে চায়। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুস সাহেবকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানান।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আটপাড়া উপজেলার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বাজারে একটি হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় মোহাম্মদ শামসুল ইসলামকে আটপাড়া উপজেলার আহ্বায়ক এবং মাফিজ উদ্দিন মাস্টারকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা খেলাফত আন্দোলনের নেতা মুফতি মুসা শেখ, মুহাম্মাদ আব্দুল হামিদ, হাফেজ মেহেদী হাসান ইমন, মাওলানা সাকিব হাসান প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর