গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার চুরি হয়েছে রিফ্লেক্টর লাইট। তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে রিফ্লেক্টর লাইট চুরির বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।
এর আগে, উদ্বোধনের মাত্র এক দিন পরই সেতুর ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো সেতু ও কয়েক কিলোমিটার সংযোগ সড়ক।
এর আগে, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়। সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে মামলাটি করেন। প্রায় ৩১০ মিটার তারের মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। বর্তমানে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর