
উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও অন্ধকারে নিমজ্জিত হল উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। এবার চুরি হয়ে গেছে রিফ্লেক্টর লাইট, তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফলশ্রুতিতে সেতুর নিরাপত্তা ও রাতের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনের পরপরই বিদ্যুৎ সংযোগের ৩১০ মিটার তার চুরির ঘটনা কাটতে না কাটতেই এই নতুন চুরি স্থানীয়দের মধ্যে প্রশ্ন উত্থাপন করেছে—কতোটা কার্যকরভাবে রক্ষা করা হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম এই প্রজেক্টের নিরাপত্তা?
রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে রিফ্লেক্টর লাইট চুরির বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।
এর আগে, উদ্বোধনের মাত্র এক দিন পরই সেতুর ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো সেতু ও কয়েক কিলোমিটার সংযোগ সড়ক।
এর আগে, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়। সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে মামলাটি করেন। প্রায় ৩১০ মিটার তারের মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। বর্তমানে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর