
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩ নং রাজনগর ইউনিয়নের উপসহকারী ভুমি কর্মকর্তা (নায়েব) ইসলামুল হকের ঘুষ, র্দুনীতি ও নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার রাজনগর ইউনিয়ন ভুমি অফিসের সম্মুখে তিনআনী টেংরাখালী মোড়ে এলাকার সর্বস্তরের জনগণ ওই মানববন্ধনের আয়োজন করেন।
প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, মাসুদ পারভেজ, মিলন মিয়া, হারুন অর রশিদ, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও ভুক্তভোগী জনগণ।
এসময় বক্তারা বলেন, আমরা মনে করেছিলাম পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসন ঘুষ ও র্দুনীতিমুক্ত হয়েছে। কিন্তু না, জনগণের সেবা প্রদানের নামে প্রশাসনের বিভিন্নস্তরে তাদের দোষররা এখনো বহাল তবিয়তে ঘুষ, র্দুনীতি ও নানা অনিয়ম করে সোবপ্রার্থী মানুষেেদর হয়রানী করছে। এমনই একজন র্দুনীতিবাজ কর্মকর্তা নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের উপসহকারী ভুমি কর্মকর্তা ইসলামুল হক। তিনি ভুমি অফিসের বিভিন্ন কাজে গ্রাহকের কাছ থেকে সরাসরি ঘুষ গ্রহন করেন। আবার কখনো তার মনোনীত দালাল এরশাদ ও লিটন আমীনের মাধ্যমে ভুমি সংক্রান্ত সেবাগ্রহনে ঘুষ গ্রহন করেন। তাই তারা এই র্দুনীতিবাজ কর্মকর্তা ও তার মনোনীত দালালদের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর