
বগুড়ার গাবতলীতে র্যাবের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় একজন ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল সোমবার গাবতলী উপজেলার চকবোঝাই সন্ধাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি রাসেল শেখকে (৩১) গ্রেপ্তার করে। তিনি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকার ইলিয়াস শেখের ছেলে। তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।
পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার শাজাহানপুরের গয়নাকুড়ি এলাকায় বিশেষ অভিযানে ফোরকান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ইউপি সদস্য আবু তালেবকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং গয়নাকুড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে।
সর্বশেষ খবর