বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাতজন জেলে প্রাণে বেঁচে কূলের উদ্দেশে সাঁতরে উঠতে সক্ষম হয়েছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের বদরমোকামের ‘গরা’ এলাকায় এ ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।
ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, টেকনাফ সদরের নতুন পল্লানপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেমের মালিকানাধীন ট্রলারটি শুক্রবার সকালে কায়ুকখালীয়া ঘাট থেকে সাতজন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে যায়। কয়েকদিন মাছ শিকারের পর সোমবার দুপুরে ফেরার পথে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে ট্রলারটিকে ধাওয়া করে।
ধাওয়ার মুখে মাঝি ট্রলারটি দ্রুত চালিয়ে নাফনদীর মোহনায় বদরমোকামের ‘গরা’ এলাকায় উঠিয়ে দেন। সেখানে ঢেউয়ের তীব্র আঘাতে ট্রলারটি ডুবে যায়। কয়েক লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য সরঞ্জাম ভেসে যায়। তবে সাতজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যান।
ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, ‘আমার ট্রলারটি এখনো ডুবে আছে। ঢেউ ও বালুর চাপে এটি ভেঙে যেতে পারে। মাছ ও জালসহ সব হারালাম।’
এর কয়েক ঘণ্টা আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একই গোষ্ঠীর সদস্যরা নাফনদীর মোহনা থেকে আরেকটি ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে যায়। ওই ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার উমর ছিদ্দিক।
ট্রলার মালিক সমিতির নেতা আবুল কালাম জানান, গত ২০ দিনে অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে রবিবার দুটি ট্রলারসহ ১৪ জেলে, শনিবার একটি ট্রলারসহ ১২ জেলে, ১২ আগস্ট একটি ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জালসহ ২ জেলে অপহৃত হয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘আরাকান আর্মির ধাওয়ায় একটি ট্রলার ডুবির খবর পেয়েছি। একই দিনে আরও একটি ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরও রয়েছে।’
ট্রলার মালিক সমিতি ও স্থানীয় জেলেদের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফনদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
সর্বশেষ খবর