অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান সোমবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আমিনা খাতুন (৫৫) টেকনাফ উপজেলার উত্তর লেংগুর বিল এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে আমিনা খাতুন ২৬ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকার সম্পদ গোপন করেন এবং মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়া ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ তার জ্ঞাত আয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জিত ও ভোগদখলে রাখা হয়েছে বলে প্রমাণিত হয়।
এই ঘটনায় ২০১৯ সালের ১ এপ্রিল তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
রায় ঘোষণার সময় আসামি আমিনা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত তাকে তিন বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, "অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আমিনা খাতুনকে দণ্ড দিয়েছেন। একই সঙ্গে তার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।"
দুদকের আইনজীবী আরও জানান, সাজাপ্রাপ্ত আমিনা খাতুন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী। জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত ইয়াবা কারবারি। শুধু তিনিই নন, তার পরিবারের আরও সদস্য এই তালিকায় রয়েছেন। তালিকায় জাফর আহমদের তিন ছেলে- শাহজাহান মিয়া, দিদার মিয়া ও ইলিয়াছের নাম রয়েছে।
টেকনাফসহ কক্সবাজারে ইয়াবা ব্যবসার সঙ্গে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই পরিবার বহুদিন ধরেই আলোচিত। তবে এবার সরাসরি দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজা হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে পরিবারটি।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে টেকনাফ এলাকায় জাফর আহমদ পরিবারকে 'অস্পৃশ্য' মনে করা হতো। রাজনীতি, প্রশাসনিক প্রভাব এবং অর্থশক্তি ব্যবহার করে তারা টিকে ছিল। তবে আদালতের এই রায় ইয়াবা সিন্ডিকেট সংশ্লিষ্ট অন্যান্য পরিবারগুলোর জন্যও একটি সতর্কবার্তা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর