
নড়াইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স (পুরুষ) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল-এর আয়োজনে ২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট নূরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, উপজেলা কর্মকর্তা ঈদুল তালুকদার, লোহাগড়া উপজেলা প্রশিক্ষক নারায়ণ চন্দ্র পাল প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া প্রশিক্ষণে সেরা দক্ষতার জন্য তিন জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অস্ত্র ও গুলি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ কর্মশালা গত ২৯ জুলাই থেকে শুরু হয়ে আজ ২৫ আগস্ট শেষ হয়।
সর্বশেষ খবর