
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে নবীনদের পদচারণায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন শিক্ষক ও কর্মকর্তারা। দুই পর্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নবীনদের উদ্দেশে বলেন, “শিক্ষার জন্য এসো, সেবার জন্য ছড়িয়ে যাও। বিশ্ববিদ্যালয় হলো নতুন জ্ঞান সৃজন ও চর্চার স্থান। একাডেমিক শিক্ষার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণেও নিজেদের যুক্ত করতে হবে।” তিনি শিক্ষার্থীদের আইন মেনে সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভালো সিভি গড়তে হলে প্রথম দিন থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। ইংরেজি দক্ষতা ও যোগাযোগ দক্ষতা অর্জনও সমান জরুরি।”
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুন্দর জীবন উপহার দেয়। ভালো-মন্দের পথ বেছে নেওয়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিজেদের।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেছা, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট ও শিক্ষকবৃন্দ।
পুলিশ সুপার বলেন, “আমরা অতীতে স্বাধীনতা অর্জন করতে পেরেছি, ভবিষ্যতেও সফল হতে পারবো যদি বিভক্ত না হই। স্বপ্ন দেখতে হবে, তবে সেই স্বপ্নই দেখতে হবে যা বাস্তবায়ন সম্ভব।”
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ নবীনবরণে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী অংশ নেন। দিনভর প্রাণবন্ত এ আয়োজন নবীনদের নতুন যাত্রার সূচনাকে স্মরণীয় করে তোলে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর