
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক এমপি নাসিরুল হক সাবুর ভাই এ আর মাহমুদুল হক রোজেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, আপনাদের প্রিয় নেতা ও অহংকার, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবেন, আল্লাহ চাইলে আপনাদের মনের আশা পূরণ হবে। তিনি আরও বলেন, যদি শারীরিক অবস্থা খারাপ হয় এবং আল্লাহ পাক যদি না চান, তাহলে আমাদের কিছু করার নেই। তবে আমরা তো আছি, আমরা আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব ধানের শীষের জন্য। ধানের শীষ আমার, আপনার সকলের। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে মাঠে ময়দানে কাজ করে যাব।
সোমবার বিকেল সাড়ে ৪টায় শাহামীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। হাবাসপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য আজমীর হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফজলুল হক টুকু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম.এ. জিন্নাহ, রাজবাড়ী জেলা কৃষক দলের সদস্য মো. কালাম মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবাহান মিয়া, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পেনু, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা প্রমুখ।
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর