
গাজীপুরে একটি নতুন সংসদীয় আসন যুক্ত করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। দাবি-আপত্তির শুনানিতে তারা ক্ষুদ্র অভিযোগ পাশ কাটিয়ে এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও গণমানুষের প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ঢাকা অঞ্চলের শুনানিতে এসে গাজীপুরের প্রতিনিধিরা এমন মন্তব্য করেন।
শুনানিতে বিএনপি নেতা একেএম ফজলুল হক মিলন বলেন, "আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল গাজীপুরে আসন বাড়ানোর। সিইসি ও অন্য যে নির্বাচন কমিশনার বর্তমানে রয়েছেন, তাঁরা অতীতের যেকোনো সময়ের চেয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতায় এক নম্বরে রয়েছেন। বেশি প্রশংসা করব না। আপনারা গাজীপুরবাসীর প্রতি যে বদান্যতা দেখিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ, সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন।" সুষ্ঠু নির্বাচনের জন্য যেকোনো ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, "আপনাদের পাশে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যেকোনো আন্দোলন, সংগ্রাম বলেন, ন্যায়সংগত বিষয়ে সাড়া দেব। অধিকার আদায়ে ইসিকে সহায়তা করব।"
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয় ছয়টি। বাগেরহাটবাসী আসন কমানোর ইসির কঠোর সমালোচনা করলেও উল্টোচিত্র গাজীপুরবাসীর।
আজ ঢাকা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি চলছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ ১, ২, ৩; গাজীপুর ১, ২, ৬; নরসিংদী-৩, ৪, ৫, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর