
বিএনপির শাসনামলে ১৯৯২ সালের ১লা জুলাই যমুনা সার কারখানা বাণিজ্যিকভাবে দানাদার ইউরিয়া উৎপাদন শুরু করে। বিশ্বের দ্বিতীয় এবং দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা গ্যাস সংকটের অজুহাতে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় চলতি ভরা আমন মৌসুমে ইউরিয়া সার সংকটের আশঙ্কার পাশাপাশি কারখানার মূল্যবান যন্ত্রাংশ অকেজো অবস্থায় পড়ে থাকায় মরিচা ধরে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
জেএফসিএল সূত্র জানায়, লাভজনক শিল্প প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় বিগত আওয়ামী লীগ সরকার গ্যাস সংকটের অজুহাতে গত বছরের ১৫ জানুয়ারি তিতাস গ্যাস কোম্পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৩ মাস কারখানা বন্ধ রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর ৪ দিনের মাথায় অ্যামোনিয়া প্ল্যান্টের ভালভে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফের উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় দুই বছর যমুনা সার কারখানা বন্ধ থাকায় সরকারের রাজস্ব ক্ষতি দুই হাজার কোটি টাকার অধিক। কারখানা বন্ধ থাকার সুযোগে নিয়মিত ও অনিয়মিত ওভারহোলিংয়ের নামে শত শত কোটি টাকা সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। অন্যান্য সারের তুলনায় যমুনার দানাদার ইউরিয়া সার গুণগত মান বেশি ভালো হওয়ায় কৃষকদের চাহিদা তুঙ্গে। প্রতি বছরই জেএফসিএল লাভের মুখ দেখলেও পরিকল্পিতভাবে কারখানা বন্ধ রেখে বিদেশি নিম্নমানের সার আমদানি করতে একটি চক্র মরিয়া বলে স্থানীয়দের অভিযোগ।
গত ১৫ আগস্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ফজলুর রহমান যমুনা সার কারখানা পরিদর্শনকালে স্থানীয় শ্রমিকদলের নেতাকর্মী, ডিলার, শ্রমিক ও ব্যবসায়ীরা গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করে। এ সময় শিগগিরই গ্যাস সংযোগ দেওয়ার আশ্বাস দেন বিসিআইসি চেয়ারম্যান ফজলুর রহমান। দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী যমুনা সার কারখানা পরিকল্পিতভাবে বন্ধ রেখে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু রাখার বিষয়টি সিন্ডিকেট চক্রান্তের অংশ বলে মনে করেন স্থানীয়রা।
উল্লেখ্য, যমুনা সার কারখানা বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) অধীন দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। সার কারখানা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ২১ জেলায় সার সরবরাহ করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর