
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আদম আলী (৬১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুকুরের পানিতে পড়ে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। মৃত ব্যক্তি উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত নূর মোহাম্মদ পচা'র ছেলে।
আদম আলীর নিকটতম আত্মীয় মফিদুল আলম জানান, বিগত দুই বছর পূর্বে স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস রোগে ভুগছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে কিছু দূরে নিজের ধানের জমিতে যাওয়ার সময় পা পিছলে গভীর পুকুরে পড়ে যান। শারীরিক অক্ষমতার কারণে উঠতে না পেরে তলিয়ে যান। দুপুরে খোঁজাখুঁজির সময় পুকুরে হাতের লাঠি ভেসে থাকতে দেখে উদ্ধার চেষ্টা করেন পরিবারের সদস্যরা।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। মঙ্গলবার সকালে রাজশাহীর একটি ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমিতে যাওয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের ধারণা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর