
রাজবাড়ীর পাংশা পৌরসভার পারনারায়ণপুর গ্রামে চুরি করতে গিয়ে জনতার হাতে এক ব্যক্তি ধরা পড়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক হওয়া ওই ব্যক্তির নাম অলক ভৌমিক (৩২), পিতা- উৎপল ভৌমিক। জনতা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
জানা যায়, পারনারায়ণপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ওয়াশিমের বাড়িতে এই ঘটনা ঘটে। আটক অলক ভৌমিক জানান, তার সাথে আরও যারা ছিল, তাদের মধ্যে সুজন কাজী ও অজ্ঞাত আরও তিন-চারজন ছিল।
ভুক্তভোগী ওয়াশিমের ভাষ্যমতে, গতকাল সকাল ৮টার সময় বাসায় ঢুকে বাসার লোকজনকে মারধর করে অন্য রুমে আটকে রাখা হয়। এরপর রুমের ওয়ারড্রবের সকল তালা ভেঙে সেখানে থাকা ৫৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় চোরেরা। পরবর্তীতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
গতকাল সন্ধ্যায় বাসার পাশ থেকে অলক ভৌমিককে ধরে নিয়ে এসে আটকে রাখে জনতা। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন আজ মঙ্গলবার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই চোরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর