
বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ফারুক হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন নন্দীগ্রাম উপজেলার চক রামপুর গ্রামের মৃত সরাফত উল্লাহর ছেলে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে কুসুম্বি ইউনিয়নের সেনপাড়া (ভাইরাল রাতারগুল) নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, শেরপুর-নন্দীগ্রাম সীমান্তে ভদ্রাবতী, আঞ্চলিক নাম ভাদাই নদীটি ‘মিনি রাতারগুল’ নামে ভাইরাল হওয়ার পর থেকে মানুষের আনাগোনা বেড়ে যায়। সেই সুযোগে এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরও আনাগোনা বাড়ে।
একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ফারুক হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর