
উপলক্ষে র্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠানের আয়ােজনে এ কর্মসূচি পালিত হয়।
এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এবং ফ্রেন্ডশিপ এ সহযােগীতায় ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়ন উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি রৌমারী উপজেলার হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র্যালিত অংশ নেন উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে উপজেলা হাসপাতাল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। আলােচনায় বক্তারা মাতৃদুগ্ধ খাওয়ানাের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিশু জন্মের এক ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো উচিত, প্রথম ছয় মাস শিশুকে বাহিরের কোন খাবার না খাওয়ানো, শুধু মাত্র মাতৃদুগ্ধ খাওয়াবেন, মাতৃদুগ্ধ শিশুদের রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.: আব্দুস সামাদ বলন,একটি শিশুর প্রথম খাদ্য হওয়া উচিত তার মাতৃদুগ্ধ। এটি শুধু শিশুর জন্য নয়, মায়ের স্বাস্থ্য সুরক্ষার জন্য সমানভাবে প্রয়ােজনীয়। তাই মায়ের দুধ খাওয়ানাের বিষয়টি পরিবার গুরুত্ব সহকার দেখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম প্রকল্প কর্মকর্তা ফ্রেন্ডশীপ, নাবিল খান স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি কর্তকর্তা, আনােয়ার ইসলাম কমিউনিটি মােবিলাইজার, আবু তাহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যানবিদ, দেলোয়ার হােসেন স্বাস্থ্য পরিদর্শক, মজিদা খাতুন স্যানেটারি ইন্সেপেক্টর, আনিচা পারভীন, মাতাহর হােসেন এসিএফসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, ফিল্ড সুপারভাইজার, স্বাস্থ্যকর্মীসহ গণমাধ্যম কর্মীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর