
নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল সদর ইউনিয়নের নুরপুর মালঞ্চি এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে স্থানীয় আকাশ (২৪) ও সোহেল রানা (৩৫)-কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন শুনানি শেষে আকাশকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৫(৫) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং সোহেল রানাকে একই আইনের ৩৬(৫) ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন।
এছাড়া একই দিনে সাজা মালঞ্চি গ্রামের রুবেল (৩০), বেগুনিয়া গ্রামের শ্যামল কুমার সিং (৪০) এবং সবুজ (২৩)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর