কক্সবাজার শহরের নাজিরারটেক বাকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়।
র্যাব-১৫–এর সহকারী পরিচালক আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টেকনাফ থেকে একটি বড় চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর ট্রলারটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তেলের ড্রামের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। এরপর ট্রলারটি জব্দ করে কক্সবাজার শহরের ফিশারিঘাটে নিয়ে আসা হয়।
আটক ৯ জন হলেন—শহরের পেশকার পাড়া এলাকার মৃত কলিম উল্লাহর ছেলে আব্বাস উদ্দিন (৪৮), চকরিয়ার বড়ইতলী এলাকার মৃত মোজাফ্ফর মাঝির ছেলে মো. আবু তাহের (৪২), ঈদগাঁওর ইসলামাবাদ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. ফিরোজ (৩৮), ঈদগাঁওর দক্ষিণ মাইজপাড়ার মৃত নুরুল আজিমের ছেলে মো. মোস্তাক আহাম্মদ (৪০), ঝিলংজার বাস টার্মিনালের লারপাড়া এলাকার মৃত মোজাহের আহাম্মদের ছেলে মো. নবী হোসেন (৩৮), একই এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে জাফর আলম (৬৩), একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো. সেলিম (৬৮), চকরিয়ার ডুলাহাজারা এলাকার আব্দুল মতলবের ছেলে মো. শাহাব উদ্দিন (৫৫) এবং চকরিয়ার লম্বাতলী এলাকার গফুর গাজীর ছেলে আবুল কালাম ওরফে কালু (৭০)।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আটক ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা হলেন মো. বোরহান উদ্দিন, যিনি মহেশখালীর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ট্রলারে ইয়াবা পাচার করে আসছিলেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযানের অংশ হিসেবে এই বিপুল ইয়াবা জব্দ করা হয়েছে। কক্সবাজার উপকূলে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর