
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলে রুমমেটকে টিউবলাইট দিয়ে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু ভিপি পদপ্রার্থী জালাল আহমদকে পুলিশে সোপর্দ করেছে হল প্রশাসন। একই সঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার মধ্যরাতে হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত জালাল টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের মতে, আলো বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডার জেরে ধস্তাধস্তির সময় জালাল রুমমেটকে আঘাত করেন। আহত রবিউলকে সহপাঠীরা ঢামেক হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল টিম জালালকে আটক করে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম জানান, নৃশংস এই ঘটনায় জালালকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব ও ডাকসু প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে। এ বিষয়ে শাহবাগ থানায় মামলার আবেদনও করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। সবগুলো অভিযোগ পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর