
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তাদের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। আজ অথবা আগামীকালের মধ্যে এটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বুধবার (২৭ আগস্ট) এই তথ্য নিশ্চিত করে বলেন, "কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদনও হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।"
সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত শুনানি আজই শেষ হচ্ছে। বিকেলে সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশন সচিবের ব্রিফিং করার কথা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, "আমরা ব্রিফিংয়ে আসব। তখন সীমানার শুনানির বিষয়টির পাশাপাশি এ বিষয়টিও দেখা যাবে।"
ভোট প্রস্তুতির বিষয়ে ইসির পক্ষ থেকে ইতোমধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার মতো বিষয়গুলো রোডম্যাপে তুলে ধরা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং অন্য নির্বাচন কমিশনাররা হলেন আব্দুর রহমানের মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ।
আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত চিঠিও নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি।
তফসিলের আগে ও পরের কাজ এবং সম্ভাব্য বাস্তবায়ন সময় ধরে ইসির প্রস্তুতি চলে বরাবরই। রোডম্যাপের মধ্যে সংলাপ, মতবিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়নসূচি রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর