
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে ফাতেমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের মৃত আব্দুল হাকিম খাঁর কন্যা ও মৃত লাল চাঁদের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েও তার অবস্থার উন্নতি হয়নি।
পরিবারের সদস্যরা জানান, ভোরে নামাজ পড়ার জন্য ডেকেও কোনো সাড়া না পেয়ে তার ছেলের স্ত্রী আফিয়া খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি পরিত্যক্ত চৌচালা ঘরে গিয়ে দেখা যায়, ফাতেমা খাতুন নিজের ব্যবহৃত ওড়না দিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝু*লছেন। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
এ ব্যপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর