
ময়মনসিংহের হালুয়াঘাটে মিথ্যা মামলায় স্বামী আব্দুর রশীদ ও স্ত্রী জাহানারাকে গ্রেফতারের প্রতিবাদে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুনকে প্রত্যাহারের দাবীতে বুধবার দুপুরে ধারা বাজার বাইপাস সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। সিআর মামলার তদন্ত করতে গিয়ে বাদী বিবাদীর ধ্বস্তাধস্তি থামাতে গিয়ে সোমবার আঘাতপ্রাপ্ত হন থানার উপ-পরিদর্শক শহিদুল।
এ ঘটনায় বিবাদীকে গ্রেফতার করে সোমবার সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার স্বামীর জন্য খাবার নিয়ে গেলে স্ত্রীকেও গ্রেফতার করে থানা পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবী জানায় এবং সেই সাথে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলামকে হারুনকে প্রত্যাহারের দাবী জানান ।
উল্লেখ্য, উপজেলার ধারা ইউনিয়নের কলোনীপাড়া এলাকার শরীফা খাতুন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ২৫ শে আগষ্ট সোমবার সন্ধ্যায় বাদী শরীফা খাতুনকে নিয়ে তদন্তকারী কর্মকর্তা উপ- পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিবাদীর বাড়িতে যান। এ সময় দু’পক্ষই পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পড়ে ঝগড়া থামাতে গিয়ে এসআই শহিদুল ইসলামের চোখের কোনে অসাবধানতাবশত আঘাত লাগে।
এতে তিনি ক্ষিপ্ত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুনকে অবগত করেন। পরে উপ- পরিদর্শক (এসআই) শুভ্র সাহা ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সিআর মামলার বিবাদী আব্দুর রশিদ (৫৫) কে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, পোষাক পরিহিত পুলিশকে দায়িত্ব পালনকালে ওরা মারধর করেছে বলেই তাদের গ্রেফতার করে জেলহজতে পাঠানো হয়েয়ে ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর