
ভোলার মনপুরাতে ব্যবসায়ীক দ্বন্দ্বে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান এবং তিন আসামীকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ ও চৌকি আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত আসামী আবু কালাম মনপুরা উপজেলার চর ফৈজুদ্দিন গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অপর তিন আসামী মো. জয়নাল, এস এ কালাম ও মো. রনি একই এলাকার বাসিন্দা।
জানা যায়, নিহত মো. আলাউদ্দীনের মনপুরা উপজেলার ফকিরহাট বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখ ও সার-কীটনাশকের ব্যবসা ছিলো । তার একই গ্রামের এস এ কালামের সাথে ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে কালাম তার চাচাতো ভাইর ছেলে জয়নাল, জয়নালের বন্ধু আবুল কালাম ও তার খালাতো ভাই মাকসুদ ব্যবসায়ী আলাউদ্দীনকে হত্যার পরিকল্পনা করে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে ব্যবসায়ী আলাউদ্দীন তার ব্যবসায়ীক কাজ শেষে বাসায় ফিরেন।
এসময় তার নিজ বাড়ীতে পূর্ব থেকে উৎপেতে থাকা আসামীদের মধ্যে আবু কালাম ও মাকসুদ বুকে ছুরি দিয়ে আঘাত করে। পরে আলাউদ্দীনকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। পরদিন ৭ অক্টোবর নিহত আলাউদ্দীনের ভাই মো. জাফর বাদী হয়ে ৭জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ ও চৌকি আদালতের এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরন জানান, ব্যবসায়ী আলাউদ্দীনকে হত্যা মামলার ৭ জন আসামী। এদের মধ্যে আবু কালামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে আদালত৷ তবে আসামী পলাতক রয়েছে।
এই মামলার অপর তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়েছে আদালত। বাকি তিন আসামী মাকসুদ, শাহীন ও শামীমের অপ্রাপ্ত বয়স হওয়াতে তাদের বিচার বর্তমানে ভোলা শিশু আদালতে চলমান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর