
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলমের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে নথিপত্র তল্লাশি ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
এর আগে কৃষি বীজ বিতরণে অনিয়ম, কর্মশালার অর্থ আত্মসাৎ, কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠে।
অভিযান শেষে দুদকের রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন বলেন, 'খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তাই আমরা অভিযোগের ভিত্তিতে তদন্তে এসেছে। আমরা বিভিন্ন কাজের রেকর্ড পত্র সহ তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এসব একটি প্রতিবেদন হিসেবে কমিশনে জমা দেব'।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন খাগড়াছড়ি (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বাছিরুল আলম। তিনি বলেন, 'এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর