
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মনির হোসেন নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে রামগড়ের সদর ইউনিয়নের থানা চন্দ্র পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, ‘সরকারি নির্দেশ উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মনির হোসেন নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর