
রৌমারীতে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি কৃষক গ্রুপের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে রৌমারী কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গ্রুপভুক্ত কৃষকরা যন্ত্রটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, আর গ্রুপের বাইরের কৃষকরা স্বল্পমূল্যে ভাড়ায় ব্যবহার করতে পারবেন। এর ফলে কৃষি খাতে শ্রমের চাপ কমবে, সময় ও খরচ বাঁচবে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা রোকেয়া পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ পাঁচটি কৃষক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, বর্তমান সরকার কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে। এই রাইস ট্রান্সপ্লান্টার কৃষকদের পরিশ্রম কমিয়ে উৎপাদন বৃদ্ধি করবে। জেলা প্রশিক্ষণ অফিসার ডা. মো: মামুনুর রহমান বলেন, কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছেন। এতে কৃষি খাত আরও এগিয়ে যাবে। উপজেলা কৃষি অফিসার কাইয়ুম চৌধুরী বলেন, রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে একসাথে অনেক জমিতে দ্রুত চারা রোপণ করা সম্ভব। এতে সময়, শ্রম ও ব্যয় কমে যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর