
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহ এবং একই নারীর নামে একাধিক কাবিননামা করার অপরাধে আব্দুল লতিফ নামের এক কাজীকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইল কোর্টে অভিযুক্ত ওই কাজীকে ছয় মাসের জেল দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। লতিফ কাজী পৌর সদরের একজন রেজিস্টারভুক্ত কাজী।
তথ্যমতে জানা যায়, উপজেলার একাধিক বাল্যবিবাহে তার সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। কিন্তু প্রমাণ না পাওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অবশেষে তার স্বাক্ষরে এক নারীর নামে একাধিক কাবিননামার সত্যতা পাওয়া যায়। পরে কাজীর বাড়িতে অভিযানে তাঁর বিবাহ পড়ানো ভুয়া রেজিস্টার বুকেও এর সত্যতা মেলে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, উপজেলাতে টাকার বিনিময়ে বাল্যবিবাহ ও তার স্বাক্ষর সম্বলিত একই নারীর নামে একাধিক কাবিননামা করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমন বেআইনি কাজের জন্য তাঁকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে। বাল্যবিবাহ নিরসনে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। কোনো কাজীর নামে এ ধরনের অভিযোগ উঠলে সত্যতার ভিত্তিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর