
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলে আলোচনা করে নতুন তারিখ ঘোষণা করা হবে।
এর আগে নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করে। গতকাল ‘যমুনা’ ভবনের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে নবম গ্রেডে ইঞ্জিনিয়ার নিয়োগে বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করা, কোটাভিত্তিক পদোন্নতি বাতিল এবং সমমানের নতুন পদ সৃষ্টি বন্ধ করা। এছাড়া দশম গ্রেডের কারিগরি পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীর জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে।
সর্বশেষ খবর