
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির মিডিয়া সেন্টার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণার পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তফসিল কবে এবং ভোট কবে হবে এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দিব। আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য।আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। আবার রমজানতো চাঁদ দেখার উপর নির্ভরশীল।এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন। ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে ইসি। বলেও তিনি জানান। ভোটে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েের বিষয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর